Saturday, January 23, 2021

Today! 10 Magh 1427 | 24 January 2021 | Holy 115th URS Sharif of Gausul Azam Hazrat Maulana ShahSufi Syed Ahmad Ullah Maizbhandari (Q.)



“Ya Gausul Azam Maizbhandari (Q.)”


Today! 10 Magh 1427 | 24 January 2021 | Holy 115th URS Sharif of Gausul Azam Hazrat Maulana Shahsufi Syed Ahmad Ullah Maizbhandari (Q.)





Ya Gausul Azam Maizbhandari (Q.)

at. Maizbhandar Darbar Sharif, Chattogram, Bangladesh. 




আমার মন পাখি মিশিতে চায়


 

Friday, January 22, 2021

Mera Dil Taraf Raha He



Sufi Kalam | Moulana Jalaluddin Rumi (Ra.)


 

#Sufism

#SufiKalam

YA RAB! COCHTA HOON AB INSAAN KO SAJDA KARLOON!


#Sufism

#SufiKalam
 

“আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই” | হযরত আবদুল্লাহ্ ইবনে মাস‘উদ (রা.) | অমৃত বাণী Amrit Saying's



অমৃত বাণী Amrit Saying's”


“আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই।”

—হযরত আবদুল্লাহ্ ইবনে মাস‘উদ (রা.)
[ইমাম ওয়াকি, কিতাবুয যুহদ: ৮৬ পৃষ্ঠা]

অর্থাৎ, ইমানদার ব্যক্তিকে অবশ্যই মৃত্যু পর্যন্ত অবিরাম শয়তানের সাথে যুদ্ধ করে যেতে হবে। এই যুদ্ধে কোনো নিস্তার নেই। কারণ প্রতিপক্ষ (শয়তান) খুবই শক্তিশালী। একটু ফাঁকফোকর পেলেই সে ধরাশায়ী করে ফেলে। এটি একটি দিক। অপরদিকে, ইমানদার ব্যক্তিকে বিভিন্ন বালা-মুসিবত, দুঃখ-কষ্টের মাধ্যমে আল্লাহ্ তা‘আলা পরীক্ষায় ফেলেন। কখনও এটি হয় তার মর্যাদা বৃদ্ধির জন্য, আবার কখনও গুনাহের প্রায়শ্চিত্ত হিসেবে। উভয় অবস্থাই তার জন্য কল্যাণকর।

তবে, তাকে এই দীর্ঘ সফরে সবরের উপর অটল থাকতে হবে। হাদিসে এসেছে, সর্বনিম্ন জান্নাতিকেও আল্লাহ্ দশ-দুনিয়ার সমান জান্নাত দেবেন। অতএব, এই জান্নাতে যেতে হলে পরীক্ষার মধ্য দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। সেই পরীক্ষা কখনও হতে পারে দুশ্চিন্তা ও ভয়-আতঙ্কের মাধ্যমে; কখনও হতে পারে বিপদ-মুসিবতের মাধ্যমে; আবার কখনও সেই পরীক্ষা আসতে পারে বড় কোনো অসুখ-বিসুখ অথবা ক্ষয়-ক্ষতির মাধ্যমে। সর্বাবস্থায় সবরের উপর জমে থাকতে হবে। তাহলেই প্রতিদান নিশ্চিত, ইনশাআল্লাহ্।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যাঁর হাতে আমার জীবন, তাঁর শপথ! একজন মুমিনের উপর যে কোনো ধরনের চিন্তা, পেরেশানি, কষ্ট, ব্যথা, দুর্ভাবনা আপতিত হলে, এমনকি একটি কাঁটা ফুটলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহের কাফফারা (প্রায়শ্চিত্ত) করেন”। [বুখারি, আস-সহিহ: ৫৬৪১, ৫৬৪২; মুসলিম, আস-সহিহ: ২৫৭৩]

© তাসবীহ

SHAHAB UDDIN : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـ...

SHAHAB UDDIN : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـ... : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـة Inauguration Cere...