Saturday, June 5, 2021

আদমের গোপন রহস্য | অমৃত বাণী Amrit Saying's



“আদমের গোপন রহস্য”

প্রায়ই সবাই বলে, আদম প্রথম মানব। এই কথাটির মধ্যে বিরাট রহস্য লুকিয়ে আছে। আদমের আগে অনেক মানুষই ছিল। কিন্তু এই মানুষগুলোর মধ্যে কেবলমাত্র নফস ছিল, রুহ ছিল না।

যে মানুষটির মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রুহ ফুৎকার করে দিলেন, সেই মানুষটি একটি পরিপূর্ণ মানুষ। হে পরিপূর্ণ মানুষের নামই হলো আদম।
আল্লাহ পাক নফস ফুৎকার করেন না।নফল ফুৎকারের বিধান কোরান-এ নাই। তাই কুরান পাক বলছে, ওয়ামা ফাকতু মির রুহি, তথা আদমের মধ্যে আমি রুহ ফুৎকার করে দিলাম। আদমের আগে যে সকল মানুষেরা বসবাস করত তারা দেখতে ঠিক মানুষের মতো, কিন্তু রুহের অধিকারী ছিল না। সুতরাং চার্লস ডারউইনের বিবর্তনবাদকে যারা অস্বীকার করে, যারা মেনে নিতে চায় না, তারা জংলি।

তারা মানুষ আর আদমের পার্থক্যটি বুঝতে পারে না। না বুঝে, না শুনে অযথা বিবর্তনবাদকে অস্বীকার করে। তাই আল্লাহর ওলিরা বলে থাকেন যে, যারা আল্লাহর দর্শন পেয়েছেন, তারা আদম সুরতেই পেয়েছেন।

আদম হলো নফস এবং রুহের সংমিশ্রণে একজন পরিপূর্ণ মানুষ। যিসকো খোদাই দেখায় গায়িহে, বেশাক উস্কো সেকেলে আদমহি দেখায় গায়িহে। ইহা সতঃসিদ্ধ সত্য (ডিকটাম ট্রুথ)

মাওলা আলী বলেছেন, সেই আল্লাহর এবাদত আমি কখনোই করি নাই, যে আল্লাহকে আমি দেখি নাই, সেই আল্লাহটি মানবরূপী আল্লাহ।

সেই আল্লাহটির একটি সুন্দর নাম আছে, আর সেই নামটি হলো ইমামে কেবলা তাইনে, সরকারের দো আলম, ফকরে আরব, সর্দারে হাশমি আবুল কাশেম মোহাম্মদ (সঃ)। একাধারে মহানবী নফসের অধিকারী আবার অন্যদিকে পরিপূর্ণ রুহের অধিকারী।

কোরান বলছে, হযরত ঈসা মসিহ রুহুল্লাহকে জন্ম নেবার সঙ্গে- সঙ্গেই কেতাব দান করেছেন। কেতাব-এর অধিকারীরাই নবী এবং রসূল। এই বিষয়টি আমরা না বুঝে ভুল করে বসি। এবং এই ভুলের গর্তে সবাই কম-বেশি পড়ে যায়।

হিন্দু শাস্ত্রে ভগবান শ্রী কৃষ্ণকে বলা হয়েছে একাধারে নর, অন্যধরে নারায়ন, আরবিতে ওয়াজহুল্লাহ, পার্সিতে বান্দা নেওয়াজ।

পরিশেষে ছোট্ট করে বলতে চাই যে, পরিপূর্ণ মানুষরূপী আদমের পায়রবি করতে পারলেই দুই সমুদ্রের মিলনক্ষেত্র ক্ষেত্রে পৌঁছানো যায়। এক সমুদ্রের নাম নফস আরেক সমুদ্রের নাম রুহ। দুটোই পাশাপাশি চলে। কিন্তু রং-রূপ সম্পূর্ণ ভিন্ন।

এই সকল বিষয়বস্তু পরিপূর্ণভাবে না বুঝে, না জেনে সবাই গুরু সাজতে চায়, কিন্তু শিষ্য হয়ে শিখতে চায় না।

সূত্র:- চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরীর রচিত


❝মারেফতের গোপনেরও গোপন কথা বই হতে❞
“কপি পোস্ট ”

ADMIN:
E-mail: shahab2info@gmail.com

SHAHAB UDDIN : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـ...

SHAHAB UDDIN : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـ... : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـة Inauguration Cere...