Saturday, November 7, 2020

হযরত মওলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ্ (কঃ)'র কিছু মহামূল্যবান কালাম মোবারক। "অমৃত বাণী"



“কালেমা মুখে বলা শরীয়ত; কালেমার অর্থ মতে মনে চিত্র অঙ্কন তরিকত। ঐ চিত্র লাভ হাকিকত। ঐ চিত্র মতে পূর্ণ পরিচয় পাওয়া মারেফত।”

“যেথায় অন্ধকার বর্তমান,
তথায় আলোক শিখা অনুপস্থিত
যেই মাত্র আলোক শিখা উপস্থিত হয়,
তৎক্ষণাৎ নিশ্চিত ভাবে অন্ধকার বিলুপ্ত হয়।”

“মেজাজি মসজিদে, গিয়ে আদায় কর নামাজে কায়েম, হাকিকী মসজিদে গিয়ে, হাসেল করো নামাজে দায়েম।”

“যে খোদাকে চেনে না, তার জন্য দোযখ আজাব! যে খোদাকে চেনে! সে দোযখের জন্য আজাব।”

“ঈমানদারের খোদা সন্নিকট,
বেঈমানের খোদা দূরে।”

“আখেরাত প্রত্যাশীদের জন্য দুনিয়া হারাম! দুনিয়া প্রেমিকদের জন্য আখেরাত হারাম! আল্লাহ্ তালাশীদের জন্য দুনিয়া ও আখেরাত উভয় হারাম!”

“(তোমার) বিভেদ-প্রতিহিংসা (ফেরকাহ-পরস্তি) সব শেষ হলে তবেই (তুমি) তৌহিদে পৌছলে।”

“ছায়েমুর রমজান জান ত্রিশ পূরণে,
ছায়েমুদ্দাহার জান ছয়ই গুনে।”
—হযরত শাহ ছুফী মওলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ) আল রাহে ভান্ডারী
অমৃত বাণী Amrit Saying's
#AmritSayings #SufiSayings

No comments:

SHAHAB UDDIN : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـ...

SHAHAB UDDIN : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـ... : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـة Inauguration Cere...