Tuesday, February 23, 2021

আমার মন পাখি মিশিতে চায়, গিয়ে ঐ সব পাখির দলে | মনমোহন দত্ত | অমৃত বাণী Amrit Saying's


 

আমার মন পাখি মিশিতে চায়

গিয়ে ঐ সব পাখীর দলে

মন পাখি মিশিতে চায়।

যেসব পাখি ফাঁকি দিয়ে।।

ঘুরে বেড়ায় বন জঙ্গলে৷

মন পাখি মিশিতে চায়।

গিয়ে ঐ সব পাখীর দলে

মন পাখি মিশিতে চায়।


কত করে করি মানা,

পাখীরে বাসা ছেড় না।।

সে আমার কথা শুনে না

তার সনে পারিনা বলে।

মন পাখি মিশিতে চায়

গিয়ে ঐ সব পাখীর দলে

মন পাখি মিশিতে চায়।


শিকলি কেটে ময়না টিয়া,

ঐ সব পাখীর দলে গিয়া।।

আবোল তাবোল বোল্ বলিয়া

হারা হতে চায় মূলে৷

মন পাখি মিশিতে চায়

গিয়ে ঐ সব পাখীর দলে

মন পাখি মিশিতে চায়।


ওরে রে ও জঙ্গলা পাখি,

আর তুমি দিওনা ফাঁকি।।

মনোমোহনের মন আঁখি

কেমনে রাখি উলটা চলে

মন পাখি মিশিতে চায়

গিয়ে ঐ সব পাখীর দলে

মন পাখি মিশিতে চায়

যেসব পাখি ফাঁকি দিয়ে।।

ঘুরে বেড়ায় বন জঙ্গলে

মন পাখি মিশিতে চায়

গিয়ে ঐ সব পাখীর দলে

মন পাখি মিশিতে চায়।


গীতিকারঃ মহর্ষি মনোমোহন দত্ত



Admin:  SHAHAB UDDIN




No comments:

SHAHAB UDDIN : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـ...

SHAHAB UDDIN : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـ... : Sufi Lesson | তাসাউফ শিক্ষা | الـدّروس الصّـوفـيّـة Inauguration Cere...